বাগে পেয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

কর্তৃক TzuqiivcDuX
০ মন্তব্য ৯৯ ভিউস

পুঁজিটা খুব বেশি ছিল না। তবে তা নিয়েই অস্ট্রেলিয়ার টুঁটি চেপে ধরেছিল বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষমেশ অজিদের হারাতে পারেনি সুমাইয়া আক্তারের দল। ২ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে দলের।

মালয়েশিয়ার বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আজ সোমবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। সে বাংলাদেশ শুরু থেকেই অজিদের বোলিংয়ের সামনে খাবি খেয়েছে। আফিয়া আশিমা ইরার ২৯ রানের ইনিংসে ভর করে দলটা তুলতে পারে ৯১ রান।

এই পুঁজি নিয়ে অস্ট্রেলিয়া শুরুটা করে বেশ ঝোড়ো গতিতে। অষ্টম ওভারেই পৌঁছে যায় ৫০ রানে, এ সময় দলটা উইকেট খুইয়েছিল মোটে একটি। তবে যেই না ফিফটি ছুঁল দলটা, এরপর থেকেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলটার ব্যাটিং লাইন আপ।

দুই ওপেনার বিদায় নেন দলীয় ৫০ রানে। এরপর একপাশ আগলে রেখেছিলেন অধিনায়ক লুসি হ্যামিল্টন, ওপাশে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল শুরু হয় রীতিমতো। ব্রে, লানোসা আর গিলের উইকেট খোয়ায় অজিরা। এরপর লুসিও বিদায় নেন ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে, জান্নাতুল মাওয়ার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে।

banner

অজিদের উইকেট খোয়ানোর মিছিল থামছিলই না। অষ্টম উইকেটটা যখন হারাল দলটা, তখন দলের প্রয়োজন ছিল ৬ রান। পরিস্থিতি যেমন ছিল, তাতে বাংলাদেশের জয়কেই বেশি সম্ভব বলে মনে হচ্ছিল।

তবে এরপরই অজিরা নিজেদের চিরায়ত চরিত্র দেখায়, চাপের মুখে স্নায়ুচাপ সামলে জয়টা তুলে নেয় এলা ব্রিসকোর ১১ রানের অপরাজিত ইনিংসে ভর করে। বাংলাদেশের জান্নাতুল মাওয়া ছিলেন দলের সবচেয়ে ভালো বোলার, ৪ ওভারে ১৫ রানে পেয়েছেন ৩ উইকেট। নিশিতা আকতার নিশি, মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম পিংকিরা একটি করে উইকেট নিয়েছেন।

You may also like

Leave a Comment

Meherpurer Alo: Your trusted source for timely, accurate, and insightful news from Meherpur and beyond.

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদকঃ জনাব হাজী মোঃ আলফাজ উদ্দিন
প্রধান উপদেষ্টাঃ জনাব মোঃ আলা উদ্দিন( আলা)

প্রধান প্রকাশক ও সম্পাদকঃ জনাব মোঃ জাকির হোসেন
ব্যবস্থাপনা সম্পাদকঃ জনাব মোঃ সেলিম রেজা
আইন বিষয়ক সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান (জিল্লু)
বার্তা সম্পাদকঃ মোঃ মাহবুল ইসলাম

সর্বশেষ পোস্ট

© ২০২৫ মেহেরপুরের আলো । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।